৯ থেকে ১৮ মাসের মধ্যে আসবে কোভিড -১৯ টিকা : বিল গেটস

১ মে, ২০২০ ১৫:৫৬  
কোভিড -১৯-এর টিকা আসতে ৯ থেকে ১৮ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। গেটসনোটস ওয়েবসাইটে লেখা ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। টিকা উদ্ভাবনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্থনি এস ফাউসির সঙ্গে ঐক্যমত প্রকাশ করে গেটস লিখেছেন, করোনাভাইরাসের টিকা ১৮ মাসের মধ্যে পাওয়া যাবে। তবে নয় মাসের মধ্যেও টিকা হাতে চলে আসতে পারে। টিকা তৈরির প্রচলিত পদ্ধতির ব্যাখ্যা করে গেটস বলেন, ১৮ মাস যদিও অনেক দীর্ঘ সময় মনে হয় তবুও বিজ্ঞানীদের ক্ষেত্রে এটাই হবে দ্রুততম টিকা উদ্ভাবনের ঘটনা। টিকা তৈরিতে সাধারণত পাঁচ বছর সময় লাগে। এক পর্যায়ে তিনি কোভিড-১৯ এর টিকা উদ্ভাবন করতে দুই বছরও লেগে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিল গেটস। তিনি বলেন, গত ৯ এপ্রিল পর্যন্ত ১১৫ ধরনের ভ্যাকসিন উন্নয়নের তথ্য তিনি পেয়েছেন। এর মধ্যে বিশেষ ৮ থেকে ১০টি বেশ সম্ভাবনাময়। আমি আশা করি, কোভিড ১৯ ভ‌্যাকসিনে সব গুণাবলী থাকবে। তবে আমরা যে ধরাবাঁধা সময়ে কাজ করছি তাতে শতভাগ সফলতা আশা করা যায় না।'